ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

উইম্বলডন ওপেন

ফেদেরার কোয়ার্টারে, মারেও

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ১২:৫১ পিএম


loading/img

উইম্বলডন ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে, মিলোস রাওনিক ও গিলিস মুলার। তবে চতুর্থ রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন রাফায়েল নাদাল।

বিজ্ঞাপন

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে সরাসরি সেটে হারান সুইস মহাতারকা রজার ফেদেরার। এর মাধ্যমে আসরের সব ম্যাচেই সরাসরি সেটে জয়ের ধারা অব্যাহত রাখলেন অষ্টম উইম্বলডন শিরোপার আশায় থাকা ফেদেরার।

বিপরীতে এক নম্বর কোর্টে লুক্সেমবার্গের গিলিস মুলারের কাছে ৬-৩, ৬-৪, ৩-৬, ৪-৬ ও ১৫-১৩ গেমে হারেন স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদাল। চার ঘণ্টা ৪৮ মিনিটের এ লড়াই শেষ সেট আরো রোমাঞ্চ ছড়ায়। টাইব্রেকারে না গড়িয়ে শেষ হয় ১৫-১৩ গেমের নাটকীয়তায়।

বিজ্ঞাপন

এদিকে নারী এককের শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কেরবারকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছেন গারবিনে মুগুরাজা। প্রথম সেট জার্মান তারকা কেরবার জিতলেও পরের দু’সেট নিজের পক্ষে নেন স্প্যানিশ তারকা মুগুরুজা।

এছাড়া নারী এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোহান্না কন্তা, ভেনাস উইলিয়ামস ও সিমোনা হালেপ।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |